জাভা এর সূচনা ।
"জাভা" র কার্যপদ্ধতি -এর
সূচনা:
আপনি কি কখোনও ভেবে দেখেছেন কম্পিউটার প্রোগ্রাম কিভাবে কাজ করে? আপনি কি কখোনও আপনার নিজের কম্পিউটার প্রোগ্রাম রচনা করার চেষ্টা করেছেন? নিজের ১ম গেইম রচনা করতে যাওয়া ১৪ বছর বয়স্ক বালকই হোন আর ২০ বছর ধরে কস্পিউটার প্রোগ্রামিং এর ব্যাপারে উৎসুক কোন ৭০ বছরের বৃদ্ধই হোন, এই অনুচ্ছেদটি আপনার জন্য। জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এ প্রোগ্রামিং শিখানোর মাধ্যমে আমি আপনাদের শিখাবো কম্পিউটার প্রোগ্রাম কিভাবে কাজ করে।
যেহেতু আপনারা কম্পিউটার প্রোগ্রামিং শিখতে যাচ্ছেন, শুরু থেকেই আমি কিছু ব্যাপারে অনুমান করে নিচ্ছি:
কিছু কথা:
আমি ধরে নিচ্ছি আপনি প্রোগ্রামিং সম্বন্ধে কিছুই জানেন না - এটা মাথায় রাখবেন। সম্পূর্ণ ব্যাপারটা বোঝার জন্য কিছু বিশেষ শব্দ সম্পর্কে জানা দরকার আর তাই দেখুন পরের পোস্ট ।
আপনি কি কখোনও ভেবে দেখেছেন কম্পিউটার প্রোগ্রাম কিভাবে কাজ করে? আপনি কি কখোনও আপনার নিজের কম্পিউটার প্রোগ্রাম রচনা করার চেষ্টা করেছেন? নিজের ১ম গেইম রচনা করতে যাওয়া ১৪ বছর বয়স্ক বালকই হোন আর ২০ বছর ধরে কস্পিউটার প্রোগ্রামিং এর ব্যাপারে উৎসুক কোন ৭০ বছরের বৃদ্ধই হোন, এই অনুচ্ছেদটি আপনার জন্য। জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এ প্রোগ্রামিং শিখানোর মাধ্যমে আমি আপনাদের শিখাবো কম্পিউটার প্রোগ্রাম কিভাবে কাজ করে।
যেহেতু আপনারা কম্পিউটার প্রোগ্রামিং শিখতে যাচ্ছেন, শুরু থেকেই আমি কিছু ব্যাপারে অনুমান করে নিচ্ছি:
- এই মুহূর্তে আপনি কম্পিউটার প্রোগ্রামিং সম্বন্ধে কিছুই জানেন না। যদি ইতিমধ্যেই আপনি কিছু জেনে থাকেন, এই অনুচ্ছেদের ১ম অংশ আপনার কাছে খুব সোজা মনে হবে। কোন প্রকার সংশয় না করে আপনি যতক্ষন নতুন জিনিস না পান বাদ দিয়ে যেতে পারেন।
- আমি এটা অনুমান করে নিচ্ছি যে, আপনি আপনার ব্যবহৃত কম্পিউটার সম্বদ্ধে কিছু জানেন। অর্থাৎ আমি অনুমান করে নিচ্ছি আপনি এর মধ্যেই জানেন কিভাবে একটি ফাইল সম্পাদনা করা, অনুকৃতি ও মুছে ফেলা, নতুন নামকরন করা, আপনার কর্মপরিধিতে তথ্য অনুসন্ধান করা ইত্যাদি করতে হয়।
- সরলতার জন্য, আমি ধরে নিচ্ছি উইন্ডোজ ৯৫, ৯৮. ২০০, এন.টি. বা এক্সপি চলছে এমন একটি কম্পিউটার ব্যবহার করছেন। আশা করি অন্যান্য অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের কাছে ধারণাগুলো মিলানো তুলনামূলকভাবে সহজবোধ্য হবে।
- এবং আমি ধরে নিচ্ছি যে শিখার ব্যাপারে আপনার আগ্রহ আছে।
কিছু কথা:
আমি ধরে নিচ্ছি আপনি প্রোগ্রামিং সম্বন্ধে কিছুই জানেন না - এটা মাথায় রাখবেন। সম্পূর্ণ ব্যাপারটা বোঝার জন্য কিছু বিশেষ শব্দ সম্পর্কে জানা দরকার আর তাই দেখুন পরের পোস্ট ।
Post a Comment