ডোমেইন নাম টিউটোরিয়াল

আপনার সাইটের জন্য ডোমেইন নাম হল একটা অদ্বিতীয় নাম।এই নামটাই আপনার সাইটের মুল ঠিকানা হবে।সাইটের মুল পাতাটি সাধারনত ডোমেইন নামে অবস্থিত।যেমন আমার এ সাইটটি www.webcoachbd.com
এই নামটি নিবন্ধন করে নিতে হবে,নিবন্ধন করার সাথে সাথেই ঐ সাইটের সকল তথ্য এবং আইপি এড্রেস DNS(Domain name System) Server এ সংরক্ষিত হয়ে যায়।শেষে যে শব্দটি থাকে যেমন .com,.net,.org ইত্যাদি এগুলো নিজের ইচ্ছামত ঠিক করতে পারেন-সাধারনত কোম্পানি হলে .com,অর্গানাইজেশন হলে .org এভাবে নিয়ে থাকে।

সাবডোমেইন

এটার জন্য রেজিস্ট্রেশন করতে হবেনা,ডোমেইন নাম রেজিস্ট্রেশন করলেই DNS Server এ সাবডোমেইন তৈরী করা যায়।কয়েকটি সাবডোমেইনের উদাহরন
http://www.forum.joomla.org
http://support.microsoft.com

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.