পিএইচপি ফ্রেমওয়ার্ক টিউটোরিয়াল | ভূমিকা
- পিএইচপি ফ্রেমওয়ার্ক (PHP Framework) হচ্ছে একটা basic Platform/structure(গঠন) যেটা ওয়েব এপ্লিকেশন তৈরীতে ব্যাবহৃত হয়।
- লগিন পদ্ধতি,ফেসবুকে like লিংকে ক্লিক করলে দেখায় এই পোস্ট টি কতজন পছন্দ (like) করেছে,প্রতিবার পেজ নতুন করে লোড হবার পর বিজ্ঞাপন এর পরিবর্তন ইত্যাদি এগুলি এক একটি এপ্লিকেশনের এর উদাহরন।
- পিএইচপি ফ্রেমওয়ার্ক ব্যাবহার করে আপনি এপ্লিকেশন তৈরীর সময় যে সুবিধাগুলো পাবেন-প্রচুর সময় বাচবে,বারবার কোড তৈরী করার ঝামেলা থেকে মুক্তি,দ্রুত অ্যাপ্লিকেশন তৈরী করতে পারবেন।
- এছাড়া ডেটাবেসের সাথে সংযোগ এর ব্যাপারটিও সহজ করে তোলে,এগুলো ছাড়াও আরও অনেক সুবিধা আছে ,কাজ শুরু করলেই বুঝতে পারবেন।
সহজ কথায় পিএইচপি ফ্রেমওয়ার্ক (PHP Framework) এমন একটি সফটওয়্যার যেটা ইনস্টল দিলে আপনি খুব সহজেই একটা ওয়েব সাইট তৈরী করতে পারবেন কারন এখানে আগে থেকেই অনেক কোড তৈরী করা থাকে।
পিএইচপি ফ্রেমওয়ার্ক (PHP Framework) শেখার আগে যে বিষয়গুলি ভালোভাবে জানতে হবে
১. পিএইচপি (বিশেষ করে পিএইচপি ফাংশন, ভেরিয়েবল ইত্যাদি)২. অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং
৩. MVC (Model View Controller) স্ট্রাকচার
অনেক পিএইচপি ফ্রেমওয়ার্ক আছে যেমন জেন্ড ফ্রেমওয়ার্ক,কোহানা,সিমফনি,কোডইগনাইটার ইত্যাদি।জেন্ড এবং কোডইগনাইটার সবচেয়ে বেশি জনপ্রিয় তবে সরাসরি জেন্ড এর কাজ শেখা বেশ কঠিন-জেন্ড দিয়ে এন্টারপ্রাইজ পিএইচপি এর কাজ করা যায়।তাই প্রথমে লাইটওয়েট কোন ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ শেখা শুরু করা উচিৎ যেমন কোডইগনাইটার,কোহানা ইত্যাদি।এখানে আমি কোডইগনাইটার (CodeIgniter PHP Framework) এর উপর কিছু মৌলিক ধারনা দেয়ার চেষ্টা করব।
Post a Comment