পিএইচপি ইনক্লুড ফাংশন

আপনি ইচ্ছে করলেই সার্ভার এক্সিকিউট করার আগেই পিএইচপি এর একটা ফাইলের অংশ অন্য আরেকটা পিএইচপি ফাইলে ঢুকিয়ে দিতে পারেন include() ফাংশন দিয়ে।
Require()-ভুল হলে fatal error(গুরতর ভুল)দেখাবে এবং স্ক্রিপ্টটি এক্সিকিউট করা বন্ধ করে দিবে।
Include()-ভুল হলে সতর্ক করে দিবে এবং স্ক্রিপ্টটি এক্সিকিউট করবে
এ ফাংশন দুটি দিয়ে অনেক কাজ বেচে যায় যেমন আপনি যদি একটা মেনু,হেডার,ফুটার বা যেকোন অংশ যেটা আপনি চান যে আমার ওয়েব সাইটের সকল পেজেই এটা দেখাবে তাহলে একটা পিএইচপি ফাইলে সেটা(মেনু,হেডার,ফুটার ইত্যাদি) তৈরী করে অন্য সব পেজে এ ফাংশন দুটি দিয়ে যোগ করে দিতে পারেন।ফলে আলাদা আলাদা ভাবে প্রতিটি পেজে আর এগুলো যোগ করতে হলনা।আবার যদি এই include ফাইলে কোন কিছু আপডেট করেন সেটা বা একটা কোন নতুন জিনিস যোগ করেন তাহলে সেটা সব পেজে গিয়েই যুক্ত হবে।পৃথকভাবে সব পেজে গিয়ে আর যোগ করতে হবেনা।উদাহরন,ধরুন “menu.php”নামে একটা ফাইল অঅছে নিচের মত
1.<a href="/default.php">Home</a>
2.<a href="/tutorials.php">Tutorials</a>
3.<a href="/references.php">References</a>
4.<a href="/examples.php">Examples</a>
5.<a href="/about.php">About Us</a>
6.<a href="/contact.php">Contact Us</a>

এটাকে যোগ করতে হবে এভাবে

01.<html>
02.<body>
03.<div>
04.<?php include("menu.php"); ?>
05.</div>
06.<h1>Welcome to my home page.</h1>
07.<p>Some text.</p>
08.</body>
09.</html>

৫টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.