এডভান্সড ফটোশপ টিউটোরিয়াল
স্বাগতম এডভান্সড ফটোশপ টিউটোরিয়াল এ। এখানে ফটোশপের এডভান্সড লেভেলের
টিউটোরিয়াল থাকবে যেমন লাইট ইফেক্ট,স্লাইস টুল,বাটন,লোগো,টেক্সক্ট ইফেক্ট
ইত্যাদি।
ওয়েব ডিজাইনিং এ ফটোশপের এডভান্স লেভেলের কাজ জানা অত্যন্ত
জরুরী।যেমন ফটোশপ দিয়ে টেম্পপ্লেট তৈরী অর্থ্যাৎ পিএসডি থেকে এইচটিএমএল
(PSD to HTML),এই সাইটে এসবের উপর টিউটোরিয়াল ভবিষ্যতে যোগ করার পরিকল্পনা
আছে।
ফটোশপ বেসিক টিউটোরিয়াল | ভূমিকা
ফটোশপ গ্রফিক্সের কাজ করার জন্য একটি চমৎকার সফটওয়ার।মাঝে মাঝেই এই সফটওয়ারটি আপনার লাগবে।তবে যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার বা ওয়েব ডিজাইনার(শাব্দিক অর্থে) হতে চান তাহলে তো এই সফটওয়ার আপনার নিত্যসঙ্গী।আর কয়েকটি সফটওয়ার যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর,ফ্ল্যাশ ইত্যাদি শিখে আপনি পূর্নাঙ্গ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।এই সফটওয়ারটির কাজ শেখা বেশ সহজ কারন এখানে আপনাকে কোন প্রোগ্রামিং জানতে হবেনা।শুধু ক্লিক করেই মোটামুটি সব কাজ করতে পারবেন।
আপনি যদি ওয়েব ডেভেলপার (প্রোগ্রামার) হতে চান তাহলে এর কাজ ভাল না জানলেও চলবে তবে জানা থাকলে ভাল।এতে করে আপনি আপনার কোন নিজস্ব ওয়েব সাইটে নিজের মত করে কোন গ্রাফিক্সের কাজ দিতে পারেন।যেমন এই সাইটটিতে আমি ব্যানার,লোগো,ফেবিকন এসব ফটোশপে তৈরী করে এখানে বসিয়েছি।এছাড়া ফটোশপ দিয়ে ওয়েব পেজও তৈরী করা যায় এমনকি ওয়েব ফটো অ্যালবামও,এখানে এসবের টিউটোরিয়াল দিয়েছি।
Post a Comment