এসকিউয়েল দিয়ে ডেটাবেস টেবিল তৈরী টিউটোরিয়াল

টেবিল তৈরীর স্টেটমেন্ট টি নিম্নরুপ
CREATE TABLE table_name(যে নামে টেবিল তৈরী করতে চান table_name এর জায়গায় সেই নামটি দিয়ে দিন।)উদাহরন: designer নামে যে ডেটাবেসটি তৈরী করেছেন
সেটাতে ক্লিক করুন(বাম দিকে দেখুন)এবং SQL ট্যাবে ক্লিক করে নিচের কমান্ডটি লিখুন
1.CREATE TABLE `designer`.`test` (
2.`id` INT( 10 )NOT NULL AUTO_INCREMENT PRIMARY KEY ,
3.`first nameVARCHAR( 15 ) NOT NULL ,
4.`last nameVARCHAR( 15 ) NOT NULL ,
5.`email` VARCHAR( 20 ) NOT NULL,
6.`course nameVARCHAR( 20 ) NOT NULL DEFAULT 'WDAD',
7.`mobile` INT( 12 ) NOT NULL
8.)

এবার GO বাটনে ক্লিক করুন ব্যাস test নামে একটা টেবিল তৈরী হয়ে যাবে designer database এর অধীনে।নিচের মত
sql table creation

উপরের কোডের ব্যাখ্যা
প্রথম লাইনটি দিয়ে বলা হচ্ছে test নামে একটা টেবিল তৈরী কর।২য় লাইন দিয়ে বলা হচ্ছে আমি id নামে একটা কলাম চাই যেটা INT(10) অর্থ্যাৎ পূর্ন সংখ্যা হবে (id তো পূর্ন সংখ্যাই হয় যেমন কারও ১,কারও ২০ কারও ২৩০ )এবং ১০টির বেশি সংখ্যা হবেনা এরপর আছে NOT NULL যার মানে এই কলামটি ফাকা রাখা যাবেনা।তারপর AUTO_INCREMENT এটার মানে হচ্ছে আপনি যদি id না দেন তাহলে সে ১ বাড়িয়ে ওখানে বসিয়ে নেবে।সবশেষে PRIMARY KEY এটা নিয়ে একটু বিস্তারিত বলি কারন এটা গুরত্বপূর্ন এবং পরেও কাজে লাগবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.