এসকিউয়েল কোয়েরি টিউটোরিয়াল

ডেটাবেস থেকে ডেটা তুলে এনে দেখতে SELECT স্টেটমেন্ট টি ব্যাবহার হয়।যেমন
1.select  * from  test
এতে পুরো test নামের টেবিলটি আপনার সামনে হাজির করে ফেলবে।
*এর জায়গায় যদি কোন কলামের নাম দেন তাহলে শুধু ওই কলামগুলি দেখাবে।যেমন
1.SELECT firstname,lastname FROM  test
SELECT স্টেটমেন্ট দিয়ে টেবিলের কোন নির্দিষ্ট অংশও তুলে এনে দেখতে পারেন অর্থ্যাৎ ঠিক করে দিতে পারেন কতটুকু আপনি দেখতে চান।যেমন
1.select JOB, SAL from EMPLOYEES Limit 10
ধরুন আপনার একটা ডেটাবেসে employees নামে একটা টেবিল আছে সেখানে কয়েক হাজার ডেটা থাকতেই পারে সেক্ষেত্রে উপরের কমান্ডটি ১০ টি করে ডেটা দেখাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.