হোস্টিং এবং ইমেইল
হোস্টিং সেবাদাতা কোম্পানীগুলোতে সাধারনত ইমেইল অ্যাকাউন্ট ও সার্ভিস
দিয়ে থাকে।আপনি হোস্টিং করলে আপনার ডোমেইন নামের সাথে সঙ্গতি রেখে আপনাকে
ইমেইল ঠিকানা দিবে উদাহরন:
huzaifa@web-topeb.com
huzaifa@mycompany.com
এই ইমেইল ঠিকানায় যদি কেউ আপনাকে মেইল করে তাহলে এটা ইন্টারনেট সার্ভারে পরে থাকবে যতক্ষন না কোন Client email program যেমন মাইক্রোসফট আউটলুক,মজিলা থান্ডারবার্ড ইত্যাদি দ্বারা আপনার মেইল তুলে না নিবেন।
POP এবং IMAP এর মধ্যে পার্থক্য হল POP mail একটা কম্পিউটার থেকে অ্যাকসেস পাওয়া যায় আর IMAP একাধিক কম্পিউটার থেকে অ্যাকসেস পাওয়া যায় কারন এটা IMAP Server এ থাকে।
huzaifa@web-topeb.com
huzaifa@mycompany.com
পপ ইমেইল (POP Email)
POP এর অর্থ হচ্ছে Post Office Protocol . এটা হচ্ছে Client/Server প্রোটকল ইমেইল আদান প্রদানের জন্য।এই ইমেইল ঠিকানায় যদি কেউ আপনাকে মেইল করে তাহলে এটা ইন্টারনেট সার্ভারে পরে থাকবে যতক্ষন না কোন Client email program যেমন মাইক্রোসফট আউটলুক,মজিলা থান্ডারবার্ড ইত্যাদি দ্বারা আপনার মেইল তুলে না নিবেন।আইএমএপি ইমেইল (IMAP Email)
IMAP এর অর্থ হচ্ছে Internet Message Access Protocol এটা আরেকটা স্টান্ডার্ড প্রোটকল ইমেইল আদান প্রদানের জন্য।এই ইমেইল ঠিকানায় যদি কেউ আপনাকে মেইল করে তাহলে এটা ইন্টারনেট সার্ভারে পরে থাকবে যতক্ষন না কোন Client email program যেমন মাইক্রোসফট আউটলুক,মজিলা থান্ডারবার্ড ইত্যাদি দ্বারা আপনার মেইল তুলে না নিবেন।
POP এবং IMAP এর মধ্যে পার্থক্য হল POP mail একটা কম্পিউটার থেকে অ্যাকসেস পাওয়া যায় আর IMAP একাধিক কম্পিউটার থেকে অ্যাকসেস পাওয়া যায় কারন এটা IMAP Server এ থাকে।
Post a Comment