হোস্টিং প্রযুক্তি

উইন্ডোজ হোস্টিং (Windows Hosting)

যদি আপনি আপনার সাইট ASP(Active Server Page) Programming Language এবং Microsoft SQL Server ডেটাবেস ব্যাবহার করে তৈরী করে থাকেন তাহলে আপনাকে Windows Server এ হোস্টিং করতে হবে।

লিনাক্স হোস্টিং (Linux Hosting)

আর আপনি যদি আপনার ওয়েবসাইট PHP এবং MySQL ডেটাবেস দিয়ে তৈরী করে থাকেন তাহলে Linux Server এ হোস্টিং করতে হবে।বাংলাদেশে এটিই বেশি প্রচলিত।কারন বাংলাদেশে ASP Developer এর চেয়ে PHP Developer এর সংখ্যা বেশি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.