যেভাবে এসকিউয়েল কমান্ড লেখা শুরু করবেন
XAMPP Control Panel থেকে Apache এবং MySQL চালু করার পর ব্রাউজার খুলে এর এড্রেসবারে লিখুন http://localhost/xampp/ ফলে নিচের মত আসবে এবার এখানে বামদিকে নিচে Tools
এর অধীনে phpMyadmin এ ক্লিক করুন
এবার যে উইন্ডোটি আসলো এখান থেকে MySQL ডেটাবেস তৈরী থেকে শুরু করে সবকিছুই করতে পারবেন।এই উইন্ডো আসার পর নিচের দিকে phpMyAdmin এর উপর ক্লিক করুন।এখানে একটি বিষয় জানিয়ে রাখি তা হল এই উইন্ডো থেকে আপনি মাউস দিয়ে ক্লিক করে ডেটাবেস তৈরী,মোছা,ডেটা ঢুকানো সবই করতে পারবেন তবে পরামর্শ এটা যে,আপনি কমান্ড লিখে লিখে একাজগুলো করুন যেভাবে নিচে আলোচনা করা হবে এতে করে পরে পিএইচপি তে স্ক্রিপ্ট লিখতে সুবিধা হবে।
এবার যে উইন্ডো আসলো তা দেখতে নিচের মত-এখানে এসকিউয়েল ট্যাবের উপর ক্লিক করুন।
এর অধীনে phpMyadmin এ ক্লিক করুন

এবার যে উইন্ডোটি আসলো এখান থেকে MySQL ডেটাবেস তৈরী থেকে শুরু করে সবকিছুই করতে পারবেন।এই উইন্ডো আসার পর নিচের দিকে phpMyAdmin এর উপর ক্লিক করুন।এখানে একটি বিষয় জানিয়ে রাখি তা হল এই উইন্ডো থেকে আপনি মাউস দিয়ে ক্লিক করে ডেটাবেস তৈরী,মোছা,ডেটা ঢুকানো সবই করতে পারবেন তবে পরামর্শ এটা যে,আপনি কমান্ড লিখে লিখে একাজগুলো করুন যেভাবে নিচে আলোচনা করা হবে এতে করে পরে পিএইচপি তে স্ক্রিপ্ট লিখতে সুবিধা হবে।
এবার যে উইন্ডো আসলো তা দেখতে নিচের মত-এখানে এসকিউয়েল ট্যাবের উপর ক্লিক করুন।

এসকিউয়েল ট্যাবে ক্লিক করার পর একটা বক্স আসবে এখানেই সব SQL কমান্ড লিখতে হবে।
it was a nice post for me
উত্তরমুছুনজটিল হয়েছে হুজাইফা ভাই
উত্তরমুছুনজটিল হয়েছে হুজাইফা ভাই
উত্তরমুছুন